Gopal bharer vuter golpho

রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে রাজবৈদ্য নিয়োগ দেওয়া হবে। দেশদেশান্তর থেকে চিকিত্সকেরা এলেন যোগ দিতে। গোপালকে রাজা দায়িত্ব দিলেন চিকিত্সক নির্বাচনের। গোপাল খুশিমনে বসলেন তাঁদের মেধা পরীক্ষায়।
—আপনার চিকিত্সালয়ের আশপাশে ভূতের উপদ্রব আছে?
—জি আছে। প্রচুর ভূত। ওদের অত্যাচারে ঠিকমতো চিকিত্সা পর্যন্ত করতে পারি না। দিন দিন ওদের সংখ্যা বাড়ছেই।
এবার দ্বিতীয় চিকিত্সকের পালা।
—আপনার চিকিত্সালয়ের আশপাশে ভূতের উপদ্রব কেমন?
—আশ্চর্য, আপনি জানলেন কীভাবে! ওদের জ্বালায় আমি অস্থির। দিন দিন ওদের সংখ্যা বাড়ছেই।
এভাবে দেখা গেল সবার চিকিত্সালয়ের আশপাশেই ভূতের উপদ্রব আছে। একজনকে শুধু পাওয়া গেল, যাঁর কোনো ভূতসংক্রান্ত ঝামেলা নেই। গোপাল তাঁকে রাজবৈদ্য নিয়োগ দিলেন। পরে দেখা গেল এই চিকিত্সকই সেরা। রাজাও খুশি। একদিন রাজা ধরলেন গোপালকে। গোপাল বললেন, ‘আজ্ঞে মহারাজ, দেখুন, সবার চিকিত্সাকেন্দ্রের আশপাশে ভূতের উপদ্রব শুধু বাড়ছে আর  বাড়ছে। এর অর্থ হলো, তাঁদের রোগী মরে আর ভূতের সংখ্যা বাড়ে…আর যাঁকে নিলাম, তাঁর ওখানে কোনো ভূতের উপদ্রব নেই…অর্থাত্ তাঁর রোগীএকজনও মরে না।
A royal physician will be appointed at the court of King Krishnachandra.  Doctors from abroad came to join.  The king gave Gopal the responsibility of selecting the doctor.  Gopal sat happily in their talent test.
 আছেDo you have a ghost haunt around the hospital?
 - Yes.  Lots of ghosts.  I can't even treat them properly.  Their number is increasing day by day.
 Now it is the turn of the second doctor.
 কেমনHow is the ghost infestation around your hospital?
 —Wonder, you know how!  I am restless in their anger.  Their number is increasing day by day.
 In this way, it was seen that there is a haunt of ghosts in the vicinity of everyone's hospital.  Only one was found, who had no ghostly trouble.  Gopal appointed him a royal physician.  Later it was seen that this doctor is the best.  The king is happy too.  One day the king caught Gopal.  Gopal said, ‘Ajne maharaja, look, the ghost infestation around everyone’s medical center is just getting worse and worse.  This means that their patients die and the number of ghosts increases… and the one I took has no ghost infestation ও that is, not a single one of his patients dies.

Comments

Popular Posts